Tuesday 5 August 2014

যে ব্যক্তি ফতিহাতুল কিতাব (সূরা ফাতিহা ) পাঠ করবে না তাঁর সালাত হবে না।

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়

অধ্যায় ২ :: হাদিস ২৪৭

মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আবী উমর আবী উমর ও আলী ইবন হুজর (র)....... উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, রাসূল ﷺ ইরশাদ করেন যে ব্যক্তি ফতিহাতুল কিতাব (সূরা ফাতিহা ) পাঠ করবে না তাঁর সালাত হবে না।

قَالَ وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَأَنَسٍ وَأَبِي قَتَادَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُبَادَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَجَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ وَغَيْرُهُمْ قَالُوا لَا تُجْزِئُ صَلَاةٌ إِلَّا بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ و قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ كُلُّ صَلَاةٍ لَمْ يُقْرَأْ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ وَبِهِ يَقُولُ ابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَقُ سَمِعْت ابْنَ أَبِي عُمَرَ يَقُولُ اخْتَلَفْتُ إِلَى ابْنِ عُيَيْنَةَ ثَمَانِيَةَ عَشَرَ سَنَةً وَكَانَ الْحُمَيْدِيُّ أَكْبَرَ مِنِّي بِسَنَةٍ و سَمِعْت ابْنَ أَبِي عُمَرَ يَقُولُ حَجَجْتُ سَبْعِينَ حَجَّةً مَاشِيًا عَلَى قَدَمَيَّ

এই বিষয়ে আবূ হুরায়রা, আইশা, আনাস, আবু কাতাদা ও আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীছ বর্ণিত আছে।

ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ উবাদ রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীছটি হাসান ও সহীহ।

ইমর ইবনুল খাত্তাব, আলী ইবন আবী তালিব, জাবর ইবন আবাদল্লাহ, ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহ প্রমুখ সাহাবী এই হাদীছ অনুসারে আমল করেছেন। তাঁরা বলেন, সূরা ফাতিহা পাঠ ব্যতিরেকে সালাত জায়েয হবে না। ইবন মুবারক, শাফিঈ, আহমদ, ইসহাক (র) ও এই অভিমত ব্যক্ত করেছেন।

--------------------------------------------------------------------------------

Jami at-Tirmidhi :: What Has Been Related About: "There Is No Salat Except With Fatihatil-Kitab"

Part 2 :: Hadith 247

Ubadah bin As-Samil narrated that :

the Prophet said: "There is no Salat for the one who does not recite Fatihatil-Kitab." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...