Tuesday 5 August 2014

সিজদায় আগেয় হাঁটু লাগানো

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৬৯
কুতায়া ()......... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা কেরন যে, রাসূল বলেন উটের মত তোমরা সালাতরও হাটুর আগে হাত রেখে সিজদায় যাচ্ছ?

قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي الزِّنَادِ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍٍ الْمَقْبُرِيُّ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَغَيْرُهُ
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত এই হাদীছটি গরীব। রাবী আবুয যিনাদ () থেকে অন্য কোনভবে এটির রিওয়ায়াত আছে বলে আমদের জানা নেই। আবদুল্লাহ ইবন সাঈদ আল মাকবুরী এর সূত্রেও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে এই হাদীছটি বর্ণিত আছে। হাদীছ বিশেষজ্ঞ ইয়াহইয়া ইবন সাঈদ আল কাত্তান () প্রমুখ আবদুল্লাহ ইবন সাঈদ আল মাকবুরীকে যঈফ বলেছেন।

Jami at-Tirmidhi :: Something Else About That
Part 2 :: Hadith 269
Abu Hurairah narrated that :

the Prophet said; "Is it that one of you intends to kneel in his Salat with the kneeling of the camel?" (Hasan)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...