Tuesday 5 August 2014

রুকূতে কুরআন পাঠ করা নিষেধ



সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৬৪
ইসহাক ইবন মূসা আনসারী ()......... আলী ইবন আবী তালিব রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, রাসূল রেশম কুসুম রঙ্গের কাপড়, স্বর্ণের আংটি এবং রুকূতে কুরআন পাঠ করা নিষেধ করেছেন।

قَالَ وَفِي الْبَاب عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ قَوْلُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ كَرِهُوا الْقِرَاءَةَ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
এই বিষয়ে ইবন আববাস রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীছ বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীছটি হাসান সহীহ।
সাহাবী পরবর্তীযুগের আলিমগণ এই অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা রুকূ এবং সিজদায় কুরআন পাঠ নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছেন।
এই বিষয়ে ইবন আববাস রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীছ বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহ বর্ণিত এই হাদীছটি হাসান সহীহ। সাহাবী পরবর্তীযুগের আলিমগণ এই অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা রুকু এবং সিজাদায় কুরআন পাঠ নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছেন।

Jami at-Tirmidhi :: What Has Been Related About Prohibiting Recitations While Bowing and Prostrating
Part 2 :: Hadith 264
Ali bin Abi Talib narrated:

"The Prophet prohibited wearing Qassi, and that which is dyed with safflower, and from the gold ring, and from reciting the Quran while bowing." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...