Tuesday 5 August 2014

রুকূ ও সিজদার সময় যদি কেউ তাঁর পিঠ স্থির

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৬৫
আহমদ ইবন মানী ()......... আবূ মাসউদ আল আনসারী আল বাদরী রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, রাসূল বর্ণনা করেন যে, রাসূল ইরশাদ করেন রুকূ সিজদার সময় যদি কেউ তাঁর পিঠ স্থির না রাখে তবে তাঁর সালাত হবে না।

قَالَ وَفِي الْبَاب عَنْ عَلِيِّ بْنِ شَيْبَانَ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَرِفَاعَةَ الزُّرَقِيِّ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ بَعْدَهُمْ يَرَوْنَ أَنْ يُقِيمَ الرَّجُلُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ و قَالَ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَقُ مَنْ لَمْ يُقِمْ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ فَصَلَاتُهُ فَاسِدَةٌ لِحَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ وَأَبُو مَعْمَرٍ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ سَخْبَرَةَ وَأَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ الْبَدْرِيُّ اسْمُهُ عُقْبَةُ بْنُ عَمْرٍو
এই বিষয়ে আলী ইবন শায়বা, আনাস, আবূ হুরায়রা, রিফাআ আয যুরাকী রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীছ বর্ণিত রয়েছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ আবূ মাসঊদ রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীছটি হাসান সহীহ।
সাহাবী পরবর্তী যুগের আলিমগণ এই হাদীছ অনুসারে আমল করে থাকেন। তাঁরা রুকূ সিজদার সময় পিঠ স্থির রাখার বিধান দিয়েছেন। ইমাম শাফিঈ, আহমদ ইসহাক () বলেন রুকূ সিজদার সময় পিঠ স্থির না রাখলে সালাত ফাসদ বরে গণ্য হবে। কারণ রাসূল বলেছেন কেউ যদি রুকূ এবং সিজদায় তাঁর পিঠ স্থির না রাখে ততে তাঁর সালাত হবে না।
রাবী আবূ মামারের নাম হল আবদুল্লাহ ইবন সাখবারা। আর আবূ মাসঊদ রাদিয়াল্লাহু আনহ আনাসারী ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী। তাঁর নাম হল উকবা ইবন আমর।

Jami at-Tirmidhi :: What Has Been Related About One Who Does Not Bring His Back To Rest While Bowing and Prostrating
Part 2 :: Hadith 265
Abu Mas'ud Al-Ansari [Al-Badri] narrated that :

Allah's Messenger said: "The Salat is not acceptable if a man is not at rest - meaning his back - while bowing and prostrating." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...