Friday 8 August 2014

ডানে ও বামে সালাম

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৯৫
মুহাম্মাদ ইবন বাশ্শার () ....... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে,রাসুল তাঁর ডানে বামে সালাম ফিরাতেন এবং বলতেন: আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

قَالَ وَفِي الْبَاب عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَابْنِ عُمَرَ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَالْبَرَاءِ وَأَبِي سَعِيدٍ وَعَمَّارٍ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَعَدِيِّ بْنِ عَمِيرَةَ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ بَعْدَهُمْ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَأَحْمَدَ وَإِسْحَقَ
এই বিষয়ে সা‘দ ইবন আবী ওয়াক্কাস, ইবন ঊমর, জাবির ইবন সামূরা, বারা, আবূ সাঈদ, আম্মার, ওয়ায়ল ইবন হুজর, আদী ইবন আমীর, জাবির ইবন আব্দিল্লাহ রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : আবদুল্লাহ ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
 অধিকাংশ সাহাবী পরবর্তী যুগের আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। ইমাম [আবূ হানীফা], সুফইয়ান সাওরী, ইবন মুবারক, আহমদ ইসহাক ()- এই অভিমত ব্যক্ত করেছেন।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Taslim For Salat
Part 2 :: Hadith 295
Abdullah narrated:
"The Prophet would say the Salam from his right and from his left (saying): (As-Salamu alaikum wa rahmatullah, as-Salamu alaikum wa rahmatullah) 'Peace be upon you, and Allah's mercy. Peace be upon you, and Allah's mercy.'" (Sahih)


No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...