Tuesday 5 August 2014

যখন সিজাদ করবে তখন সে যেন কুকুরের মত কনুই পর্যন্ত হাত যেন বিছিয়ে না রাখে

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৭৫
হান্নাদ () জাবির রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, নবী ইরশাদ করেন তোমাদের কেউ যখন সিজাদ করবে তখন সে যেন মধ্যপন্থা অবলম্বন করে এবং কুকুরের মত কনুই পর্যন্ত হাত যেন বিছিয়ে না রাখে।

قَالَ وَفِي الْبَاب عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ وَأَنَسٍ وَالْبَرَاءِ وَأَبِي حُمَيْدٍ وَعَائِشَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ الِاعْتِدَالَ فِي السُّجُودِ وَيَكْرَهُونَ الِافْتِرَاشَ كَافْتِرَاشِ السَّبُعِ
এই বিষয়ে আবদুর রাহমান ইবন শিবল, বারা, আনাস, আবূ হুমায়দ, আইশা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীছ বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীছটি হাসান সহীহ।
আলিমগণ এই হাদীছ অনুসারে আমল করেছেন। সিজদার মাঝে মধ্যপন্থা অবলম্বন করা পছন্দনীয় বলে এবং হিংস্র জন্তুর মত কনুই পর্যন্ত হাত বিছিয়ে রাখা মাকরুহ বলে মত প্রকাশ করেছেন।

Jami at-Tirmidhi ::  What Has Been Related About Being Balanced During Prostration
Part 2 :: Hadith 275
Jabir narrated that :

the Prophet said: "When one of you prostrates, then let him be balanced, and let him not lay his forearms down like the lying of the dog." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...