Saturday 9 August 2014

কুবা মসজিদে সালাত আদায় করা উমরা আদায় করার মত।



সহিহ আত্ তিরমিজি ::  সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ৩২৪
মুহাম্মাদ ইব্নু’ল আলা আবূ কুরায়ব সুফইয়ান ইবন ওয়াকী ()....... বনূ খাত্মা-এর মাওলা বা আযাদকৃত দাস আবুল আবরাদ ()  থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন : আমি রাসূল -এর অন্যতম সাহাবী উসায়দ ইবন যুহায়র আল-আনসারী রাদিয়াল্লাহু আনহ-কে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, রাসূল ইরশাদ করেন: কুবা মসজিদে সালাত আদায় করা উমরা আদায় করার মত।

قَالَ وَفِي الْبَاب عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُسَيْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلَا نَعْرِفُ لِأُسَيْدِ بْنِ ظُهَيْرٍ شَيْئًا يَصِحُّ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ وَأَبُو الْأَبْرَدِ اسْمُهُ زِيَادٌ مَدِينِيٌّ
এই বিষয়ে সাহল ইবন হুনায়ফ রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস  বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.  () বলেন : উসায়দ রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
এই হাদীসটি ছাড়া উসায়দ ইবন যুহায়র রাদিয়াল্লাহু আনহ  থেকে সহীহ সূত্রে আর কোন হাদীস বর্ণিত আছে বলে আমাদের জানা নাই। আবূ উসামা ..... আব্দুল হামীদ ইবন জা’ফর সূত্র ব্যতীত অন্য কোনভাবেও আমরা তাঁর কোন হাদীস আছে বলে জানি না। রাবী আবূল আবরাদ-এর নাম হল যিয়াদ আল-মাদীনী।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Salat Performed In Masjid Quba
Part 2 :: Hadith 324
Abu Al-Abrad the freed slave of Banu Khatmah narrated that he heard Usaid bin Zuhair Al-Ansari - and he was one of the Companions of the Prophet - narrated that :

the Prophet said: "The Salat in Masjid Quba is like Umrah." (Hasan)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...