Saturday 26 July 2014

মহিলাদের জন্য প্রাণী জবাই করা বৈধ কি-না?

প্রশ্ন : মহিলাদের জন্য প্রাণী জবাই করা বৈধ কি-নাতাদের জবেহকৃত জন্তু খাওয়া জায়িজ কি-না জানতে চাই?
উত্তর : ইসলামি শরিয়তের মূলনীতি হলো যে কোনো বিধানের ক্ষেত্রে নারী ও পুরুষকে সমান বিবেচনা করা
কোনো প্রকার পার্থক্য বা বৈষম্য না করা। যদি কোনো বিধানের ক্ষেত্রে বিশেষ দলিল পাওয়া যায় তা-ই কেবল বিবেচ্য। আমাদের আলোচ্য বিষয় এমন এক বিধান যেখানে নারী-পুরুষ সমান। এমন কোনো দলিল আমাদের জানা নাই যার আশ্রয় নিয়ে বলা যায় জবাই শুধু পুরুষরাই করবেনারীরা করতে পারবে না। সুতরাং নারী ও পুরুষ উভয় কর্তৃক জবাই করা জন্তু খাওয়া বৈধ নারীর জবাই করা প্রাণীর গোশত ভক্ষণ সম্পূর্ণ হালাল
আব্দুল্লাহ বিন গাদয়ান
ইবরাহীম বিন মুহাম্মদ আলে শেখআব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...