Monday 21 July 2014

ফরযের সুন্নাত

কোন কোন বিদ্বান বলেন, ফরয নামাযের সাথে সংশ্লিষ্ট সুন্নাত সমূহের সময় হচ্ছে ফরয নামাযের সময় হওয়ার পর। ফরযের সময় শেষ হলে সুন্নাতের সময়ও শেষ। আবার কেউ বলেন, পূর্বের সুন্নাতগুলো ফরয শেষ হলেই শেষ হয়ে যায়। এক্ষেত্রে সঠিক কথা কি?

উত্তরঃ সঠিককথা হচ্ছেফরযের পূর্বের সুন্নাত নামাযের সময় হল ফরয নামাযের ওয়াক্তহওয়ার পর থেকে নিয়ে ঐ নামায শেষ হওয়া পর্যন্ত। যেমনযোহরের ফরযের পূর্বেরসুন্নাতের সময় শুরু হবে সূর্য পশ্চিমাকাশে ঢলার পর যোহরের আযান হলে। আর শেষহবে যোহর নামায শেষ হলে। আর ফরযের পরের সুন্নাতের সময় হচ্ছেফরয নামাযশেষ হওয়ার পর থেকে নামাযের নির্দিষ্ট সময় শেষ হওয়া পর্যন্ত

কিন্তুঅনিচ্ছাকৃতভাবে কারো যদি পূর্বের সুন্নাত ছুটে যায়তবে ফরয নামায আদায়েরপর তা কাযা আদায় করতে পারে। তবে ইচ্ছাকৃতভাবে বিনা ওযরে হলে পরে কাযা আদায়করাতে কোন ফায়দা নেই। কেননা বিশুদ্ধ কথা হচ্ছেসময়ের সাথে সংশ্লিষ্ট ইবাদতসমূহ যদি বিনা ওযরে তার সময় পার করে দেয়তবে পরে আদায় করলে তা বিশুদ্ধওহবে না এবং কবূলও হবে না

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...