Thursday 24 July 2014

ছালাতু তাছবীহ্‌ নামায কি?



উত্তরঃ ছালাতুত্‌তাছবীহ্‌ নামায নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বিশুদ্ধভাবেপ্রমাণিত নয়। ইমাম আহমাদ বিন হাম্বাল (রহঃ) বলেনএসম্পর্কিত হাদীছ ছহীহ্‌নয়। শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া (রহঃ) বলেনএসম্পর্কিত হাদীছ মিথ্যাইমাম আহমাদ এবং তাঁর অনুসারী ইমামগণ এ নামাযকে মাকরূহ মনে করতেন। কোনইমামই এ নামাযকে মুস্তাহাব বলেন নি। আর অন্যান্য ইমামগণ আবু হানীফামালেক ওশাফেঈ এ সম্পর্কে কোন কিছু শোনেন নি তাই কোন মন্তব্যও করেন নি«শায়খুলইসলামের এ কথা খুবই সত্য। কেননা এ নামায বিশুদ্ধ হলে নবী (ছাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) থেকে উম্মতের কাছে সন্দেহাতীতভাবে ছহীহ্‌ সনদে বর্ণনাকরা হত। কেননা তাতে রয়েছে বিরাট প্রতিদান ও উপকার। তাছাড়া সাধারণ নামাযেরপদ্ধতি থেকেও তা সম্পূর্ণ আলাদা। বরং সমস্ত ইবাদত থেকে এটি মূলতঃ আলাদাধরণেরকেননা এমন কোন ইবাদত আমরা দেখিনাযা আদায় করার জন্য এধরণের এখতিয়ারদেয়া হয়েছে- প্রতিদিন আদায় করবে অথবা সপ্তাহে একবার অথবা মাসে একবার অথবাবছরে একবার অথবা সারা জীবনে হলেও একবার। তাছাড়া কোন বিষয় মৌলিকতা থেকেআলাদা হলে মানুষ তার প্রতি গুরুত্বারোপ করতোবিষয়টি অন্যরকম হওয়ার কারণেমানুষের মাঝে ব্যাপক প্রচলিত থকাতো। এর কোনটিই না হওয়ার কারণে বুঝা যায়,নামায শরীয়ত সম্মত নয়। আর এ কারণেই কোন ইমাম একে মুস্তাহাব বলেননি (আল্লাহ্‌ই অধিক জ্ঞান রাখেন।)


No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...