Saturday 26 July 2014

ভালভাবে ওযূ করা

সহিহ আত্ তিরমিজি :: সুন্দরভাবে ওযূ করা অনূচ্ছেদ

অধ্যায় ১ :: হাদিস ৫১
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ্(সাঃ) বলেন, আমি কি তোমাদের বলব না আল্লাহ্তাআলা কি দিয়ে গুনাহ্মুছে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন? সাহাবাগণ বললেন, হে আল্লাহ্র রাসুল! হ্যাঁ (বলে দিন)। নাবী (সাঃ) বললেনঃ কষ্ট থাকার পরেও
ভালভাবে ওযূ করা, মাসজিদের দিকে বেশি বেশি যাতায়াত করা এবং এক নামায শেষ করে পরবর্তী নামাযের জন্য অপেক্ষায় থাকা। আর এটাই হল রিবাত (প্রস্তুতি)।-সহীহ্। ইবনু মাজাহ্(৪২৮), মুসলিম।

Jami at-Tirmidhi :: [What Has Been Related] About Performing Wudu Perfectly And Completely (Isbagh AI-Wudu)
Part 1 :: Hadith 51
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "Shall I tell you that for which Allah will wipe out your sins, and raise your ranks?" They said, "Of course Allah's Messenger!" He said: "Performing Wudu well in difficulty, and taking many steps to the Masajid, and waiting for Salat after Salat, That is the Ribat." (Sahih)


No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...