Saturday 26 July 2014

এক মুদ্দ পানি দিয়ে ওযূ করা

সহিহ আত্ তিরমিজি :: এক মুদ্দ পানি দিয়ে ওযূ করা অনূচ্ছেদ
অধ্যায় ১ :: হাদিস ৫৬
সাফীনাহ্(রাঃ) হতে বর্ণিত আছে, নাবী (সাঃ) এক মুদ্দ পানি দিয়ে ওযূ করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন।-সহীহ্। ইবনু মাজাহ-(২৬৭)
এ অনুচ্ছেদে আয়িশাহ্, জাবির ও আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেনঃ সাফীনাহ্(রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ্। আবু রায়হানার নাম আবদুল্লাহ্ইবনু মাতার। একদল বিশেষজ্ঞ আলিম বলেছেন, ওযূ এক মুদ্দ এবং গোসল এক সা পানি দিয়েই করতে হবে। কিন্তু ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেছেন, হাদীসের তাৎপর্য এটা নয় যে, এক মুদ্দ বা এক সা-এর বেশি বা কম পানি ব্যবহার করা যাবে না, বরং এটা একটা ওযূর পরিমাণ যা ওযূ ও গোসলের জন্য যথেষ্ট।

Jami at-Tirmidhi :: On Wudu With A Mudd
Part 1 :: Hadith 56
Safinah narrated:
"The Prophet would perform Wudu with a Mudd, and he would perform Ghusl with a Sa." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...