Thursday 24 July 2014

বিবাহের সময় দু'রাকাআত নামায পড়ার বিধান কি? বিশেষ করে বাসর রাতে এ দু'রাকাআতের প্রতি গুরুত্বারোপ করা হয়?


উত্তরঃ বিবাহেরসময় দু'রাকাআত নামায পড়া সম্পর্কে কোন হাদীছ নেই। তবে কোন কোন ছাহাবী বাসররাতে দু'রাকাআত নামায আদায় করেছেন,এরকম বর্ণনা পাওয়া যায়। তবে এক্ষেত্রেরাসূলুল্লাহ্‌ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে কোন ছহীহ্‌ হাদীছজানা যায় না। অবশ্য বাসর রাতে শরীয়ত সম্মত কাজ হচ্ছেনববধুর কপাল ধরে এইদু'আ পাঠ করবেঃ
اللَّهُمَّإِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُبِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
«হেআল্লাহ্‌! আপনার কাছে এর কল্যাণ এবং একে যে স্বভাবের উপর সৃষ্টি করেছেনতার কল্যাণ প্রার্থনা করছি। আর আশ্রয় কামনা করছি এর অকল্যাণ থেকে এবং একেযে স্বভাবের উপর সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে«

এরকমকরলে স্ত্রী ভীত হবে বা অপছন্দ করবে এমন আশংকা থাকলে- তার নিকটবর্তী হওয়ারভান করে আলতো করে কপালে হাত রাখবে এবং তাকে না শুনিয়েই চুপে চুপে উক্তদুআটি পাঠ করবে। কেননা ইসলামী জ্ঞানে অজ্ঞ থাকার কারণে কোন কোন নারী এরকমখেয়াল করতে পারে যেআমার মধ্যে কি অকল্যাণ আছেএতে সে বিষয়টিকে অন্য খাতেনিতে পারে। সুতরাং ঝামেলা এড়ানোর জন্য নীরবে ও না জানিয়ে দু'আ পাঠ করাইভাল

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...