Sunday 20 July 2014

মলত্যাগ বা পেশাবের সময় কিবলাকে সামনে বা পেছনে রেখে না বসা

সহিহ আত্ তিরমিজি :: কিবলামুখী হয়ে পায়খানায় বা পেশাবে বসা নিষেধ অনূচ্ছেদ
অধ্যায় ১ :: হাদিস ৮
আবু আইউব আনসারী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ্(সাঃ) বলেছেনঃ তোমরা যখন মলত্যাগ করতে যাও, তখন
মলত্যাগ বা পেশাবের সময় কিবলাকে সামনে বা পেছনে রেখে বসো না, বরং পূর্ব অথবা পশ্চিম দিকে ফিরে বস। আবু আইউব (রাঃ) বলেন, আমরা সিরিয়াতে এসে দেখতে পেলাম এখানকার পায়খানাগুলো কিবলার দিকে করে স্থাপিত। অতএব, আমরা কিবলার দিক হতে ঘুরে যেতাম এবং আল্লাহ্তাআলার কাছে ক্ষমা চাইতাম।-সহীহ্। ইবনু মাজাহ (৩১৮), বুখারী ও মুসলিম।
আবু ঈসা বলেনঃ এ অনুচ্ছেদে আবদুল্লাহ্ইবনু হারিস, মাকিল ইবনু আবুল হাইসাম, আবু উমামা, আবু হুরাইরাহ্ও সাহ্ল ইবনু হুনাইফ (রাঃ)-এর হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে আবু আইয়ূবের হাদীসটি বেশি সহীহ্এবং সর্বোত্তম। আবু আইয়ূবের নাম খালিদ ইবনু যাইদ এবং যুহ্রীর নাম মুহাম্মাদ ইবনু মুসলিম ইবনু উবাইদুল্লাহ্ ইবনু শিহাব আয-যুহ্রী। তাঁর উপনাম আবু বাক্র। আবুল ওলীদ আল-মক্কী বলেন, আবু আবদুল্লাহ্মুহাম্মাদ ইবনু ইদরীস শাফিঈ বলেছেন, নাবী (সাঃ)-এর বাণীঃ মলত্যাগ বা পেশাবের সময় ক্বিবলাকে সামনে বা পেছনে রেখে বসবে না- এ নিষেধাজ্ঞা খোলা ময়দানের জন্য। কিন্তু ঘরের মধ্যে মলত্যাগের সময় ক্বিবলাকে সামনে রেখে বসার অনুমতি রয়েছে। ইসহাক ইবনু ইবরাহীমও একই রকম মত দিয়েছেন। আহমাদ ইবনু হাম্বল বলেছেন, ক্বিবলাকে পেছনে রেখে মলত্যাগে-পেশাবে বসার ব্যাপারে নাবী (সাঃ)-এর অনুমতি রয়েছে, কিন্তু ক্বিবলাকে সামনে করে বসা যাবে না। তাঁর মতে, খোলা জায়গায় অথবা ঘেরা জায়গায় ক্বিবলাকে সামনে রেখে বসা ঠিক নয়।

Jami at-Tirmidhi ::  Regarding The Prohibition Of Facing The Qiblah When Defecating And Urinating
Part 1 :: Hadith 8
Abu Ayyub Al-Ansari narrated that :
Allah's Messenger said: "When one of you arrives to defecate, then let none of you face the Qiblah while defecating, nor while urinating. And do not have your back towards it, but have it east of you or west of you." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...