Thursday 21 August 2014

বইঃ সুরাহ ফাতেহার তাফসির



রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

মূল আরবী লিখেছেনঃ মুহাম্মাদ বিন সুলাইমান আত-তামিমি (রাহঃ)
ভাষান্তরেঃ মোহাম্মাদ রকিবুদ্দিন হুসাইন
সংক্ষিপ্ত বর্ণনাঃ সূরা ফাতেহা মুলতঃ একটি প্রার্থনা বিশেষ, যা আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। অবশিষ্ট কোরআন হলো তার পক্ষ থেকে এর জবাব, যার মধ্যে মানবকুলের জন্য সহজ সরল ও সঠিক জীবন – পথের পূর্ণাঙ্গ ও বিস্তারিত বর্ণনা রয়েছে।
এই তাফসিরখানা অতি সংক্ষিপ্ত হলেও এর মধ্যে আল্লাহর সাথে বান্দাহর মোনাজাত ও এবাদাতে তাওহীদ এই বিষয় দুটো অত্যন্ত চমৎকার ও যুক্তিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। পরবর্তীকালে রচিত তাফসীর গুলোতে সাধারানতঃ বিষয় দুটো এমন গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়নি।

ডাউনলোড size: (1.41) MB | page: 47 | format: pdf

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...