Friday 22 August 2014

ঈদের নামাযের পূর্বে ফিত্রা আদায় করা



সহিহ আত্ তিরমিজি :: ঈদের নামাযের পূর্বে ফিত্রা আদায় করা অনূচ্ছেদ
অধ্যায় ৭ :: হাদিস ৬৭৭
ইবনু উমার (রা) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ঈদের দিন সকালে ঈদের নামায আদায় করতে যাওয়ার পূর্বে ফিত্রা আদায়ের নির্দেশ দিতেন।
-হাসান সহীহ্, সহীহ্আবূ দাউদ (১৪২৮), ইরওয়া (৮৩২), বুখারি, মুসলিম
হাদিসটিকে আবূ ঈসা হাসান সহীহ্গারিব বলেছেন। সকাল বেলা ঈদের নামায আদায় করতে যাওয়ার পূর্বেই ফিত্রা আদায় করাকে আলিমগণ মুস্তাহাব বলেছেন।

Jami at-Tirmidhi :: What Has Been Related About: It Is To Be Paid Before The Salat
Part 7 :: Hadith 677
Ibn Umar narrated that :

the Messenger of Allah would order paying the Zakat before going to the Salat on the day of Fitr. (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...