Saturday 23 August 2014

রামাযান মাসের ফাযিলাত



সহিহ আত্ তিরমিজি :: রামাযান মাসের ফাযিলাত অনূচ্ছেদ
অধ্যায় ৮ :: হাদিস ৬৮২
আবূ হুরাইরা (রা) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ শাইতান ও দুষ্ট জিন্দেরকে রামাযান মাসের প্রথম রাতেই শৃংখলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না, খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। (এ মাসে) একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেনঃ হে কল্যাণ অন্বেষণকারী ! অগ্রসর হও। হে পাপাসক্ত ! বিরত হও। আর বহু লোককে আল্লাহ্তা’আলার পক্ষ হতে এ মাসে জাহান্নাম হতেকে মুক্ত করে দেওয়া হয় এবং প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে।-সহীহ্ ইবনু মাজাহ (১৬৪২)
আব্দুর রাহমান ইবনু আওফ, ইবনু মাসউদ ও সালমান (রা) হতেও এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Virtue Of The Month Of Ramadan
Part 8 :: Hadith 682
Abu Hurairah narrated that :

the Messenger of Allah said: "On the first night of the month of Ramadan, the Shayatin are shackled, the jinns are restrained, the gates of the Fires are shut such that no gate among them would be opened. The gates of Paradise are opened such that no gate among them would be closed, and a caller calls: 'O seeker of the good; come near!' and 'O seeker of evil; stop! For there are those whom Allah frees from the Fire.' And that is every night." (Hasan)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...