Saturday 23 August 2014

রামাযান মাসের রোযা পালন করলো



সহিহ আত্ তিরমিজি :: রোজা বা সাওম অধ্যায়
অধ্যায় ৮ :: হাদিস ৬৮৩
আবূ হুরাইরা (রা) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ ঈমানের সাথে এবং সাওয়াবের আশা করে যে লোক রামাযান মাসের রোযা পালন করলো এবং (ইবাদাতের উদ্দেশ্যে) রাতে জেগে রইলো, তার পূর্ববর্তি গুনাহ্গুলো ক্ষমা করে দেওয়া হয়। আর ঈমানের সাথে এবং সাওয়াবের আশা করে যে লোক লাইলাতুল কাদ্রের (ইবাদাতের জন্য) রাতে জেগে তাহকে, তার পূর্ববর্তি গুনাহ্গুলো ক্ষমা করে দেওয়া হয়।-সহীহ্ ইবনু মাজাহ (১৩২৬), বুখারি, মুসলিম
আবূ ঈসা আবূ বাক্র ইবনু আইয়াসের সূত্রে আবূ হুরাইরা (রা) –এর বর্ণিত হাদিসটিকে গারিব বলেছেন। আমারা আমাশ –আবূ সালিহ্-এর সূত্রে বর্ণিত আবূ হুরাইরা (রা) –এর হাদিসটিকে শুধুমাত্র আবূ বাক্র ইবনু আইয়াসের মাধ্যমেই জেনেছি। আমি এ হাদিস প্রসঙ্গে মুহাম্মাদ ইবনু ইসমাইলকে প্রশ্ন করলে তিনি বলেন, হাসান ইবনুর রাবি, আবুল আহ্ওয়াস হতে, তিনি আমাশ হতে, তিনি মুজাহিদ হতে তার বক্তব্য হিসাবে বর্ণিত রামাযান মাসের প্রথম রাতে ...... হাদিসের শেষ পর্যন্ত। মুহাম্মাদ বলেন, আমার নিকটে এই সনদটি আবূ বাক্র ইবনু আইয়াসের তুলনায় বেশি সহীহ্।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Virtue Of The Month Of Ramadan
Part 8 :: Hadith 683
Abu Hurairah narrated that :
the Messenger of Allah said: "Whoever fasts Ramadan and stands (in the night prayer) for it out of faith and seeking a reward (from Allah), he will be forgiven what preceded of his sins. Whoever stands (in the night prayer) on the Night of Al-Qadr out of faith and seeking a reward (from Allah), he will be forgiven what preceded of his sins." (Hasan)

Grade:        Hasan (Darussalam)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...