Saturday 23 August 2014

রামাযান মাস আসার পূর্বক্ষণে রোযা পালন করো না



সহিহ আত্ তিরমিজি :: রামাযান মাস আসার পূর্বক্ষণে রোযা পালন করো না অনূচ্ছেদ
অধ্যায় ৮ :: হাদিস ৬৮৪
আবূ হুরাইরা (রা) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ রামাযান মাস আসার একদিন কিংবা দুদিন পূর্ব থেকে তোমারা (নফল) রোযা পালন করো না। হ্যাঁ, তবে তোমাদের কারো পূর্ব অভ্যাস অনুযায়ী রোযা পালনের দিন পড়ে গেলে সে ঐ দিনের রোযা পালন করতে পারবে। তোমরা রোযা রাখ চাঁদ দেখে এবং রোযা শেষ কর চাঁদ দেখেই। (২৯ তারিখে) আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ত্রিশ দিন পুরো কর (চাঁদ দেখতে না পেলে), এরপর ইফ্তার কর (রোযা শেষ কর)।-সহীহ্, ইবনু মাজাহ (১৬৫০ ও ১৬৫৫), বুখারি, মুসলিম
রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম –এর কিছু সংখ্যক সাহাবি হতেও এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। আবূ হুরাইরা (রা) হতে বর্ণিত হাদিসটিকে আবূ ঈসা হাসান সহীহ্বলেছেন। এ হাদিস অনুযায়ী বিশেষজ্ঞ আলিমগণ আমল করেন। তাদের মতে রামাযান মাস শুরুর অব্যবহিত পূর্বে রামাযানের মর্যাদার লক্ষ্যে রোযা পালন করা মাক্রূহ্। তবে কোন নির্ধারিত দিনে রোযা আদায়ের পূর্ব-অভ্যাস কারো থাকলে এবং রামাযানের আগের দিন সেই দিন হলে তবে এদিনে রোযা পালনে কোন সমস্যা নেই।

Jami at-Tirmidhi :: What Has Been Related About: Do Not Precede The Month With Fasting
Part 8 :: Hadith 684
Abu Hurairah narrated that :

the Prophet said: "Do not precede the month with a day nor with two days, unless that fast falls on a day that one of you would have (normally) fasted. Fast with its sighting and break fast with its sighting, and if it is cloudy, then count for thirty days, and then break (the fast)." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...