Thursday 21 August 2014

বৈধ উপার্জন হতে দান খায়রাত

সহিহ আত্ তিরমিজি :: দানের মর্যাদা অনূচ্ছেদ
অধ্যায় ৭ :: হাদিস ৬৬১
সাঈদ ইবনু ইয়াসার (রা) হতে বর্ণিত আছে, তিনি আবূ হুরাইরা (রা) –কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক বৈধ উপার্জন হতে দান খায়রাত করে, আর আল্লাহ্তা’আলা হালাল ও পবিত্র মাল ছাড়া গ্রহণ করেন না, সেই দান দয়াময় রাহ্মান স্বয়ং ডান হাতে গ্রহণ করেন, তা যদি সামান্য একটি খেজুর হয় তাহলেও। এটা দয়াময় রাহ্মানের হাতে বাড়তে বাড়তে পাহাড় হতেও বড় হয়ে যায়; যেভাবে তোমাদের কেউ তার দুধ ছাড়ানো গাভী বা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে থাকে।
- সহীহ্, জিলালুল জুন্নাহ (৬২৩), তা’লিকুর রাগিব, ইরওয়া (৮৮৬), বুখারি, মুসলিম
আইশা, আদি ইবনু হাতিম, আনাস, আব্দুল্লাহ্ইবনু আবূ আওফা, হারিসা ইবনু ওয়াহ্হাব, আব্দুর রাহ্মান ইবনু আওফ ও বুরাইদা (রা) হতেও এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। আবূ ঈসা আবূ হুরাইরা (রা) হতে বর্ণিত হাদিসটিকে হাসান সহীহ্বলেছেন।

Jami at-Tirmidhi ::  What Has Been Related About The Virtue Of Charity
Part 7 :: Hadith 661
Abu Hurairah narrated that :

the Messenger of Allah said: "None gives charity from Tayyib - and Allah does not accept but Tayyib - but that Ar-Rahman accepts it with His Right (Hand). Even if it is a date, it is nurtured in the Hand of Ar-Rahman until it is greater than a mountain, just as one of you nurtures his foal or young camel." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...