অধ্যায় ৭ :: হাদিস ৬১৯
আনাস (রা) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা
ইচ্ছা করতাম, আমাদের উপস্থিত থাকা অবস্থায় কোন বুদ্ধিমান বেদুঈন এসে
রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে কোন বিষয়ে প্রশ্ন করুক ! এমন
সময় এক বেদুঈন হাযির হল। সে তার হাঁটু গেড়ে রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া
সাল্লাম) –এর নিকটে বসল। সে বলল, হে মুহাম্মাদ ! আমাদের নিকট আপনার প্রতিনিধি এসে
বলল, আপনি দাবি করছেন, ‘আপনাকে আল্লহ্তা’আলা তাঁর রাসূল করে পাথিয়েছেন ?
রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হ্যাঁ। লোকটি বলল, সেই
সত্তার শপথ, যিনি আকাশসমূহ সমুন্নত করেছেন, যমীনকে বিস্তৃত করেছেন এবং পাহাড়সমূহ
দাঁড় করিয়েছেন, সত্যিই কি আপনাকে আল্লাহ্তা’আলা তাঁর রাসূল করে পাঠিয়েছেন ?
রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হ্যাঁ। লোকটি বলল, আমাদেরকে
আপনার প্রতিনিধি বলেছে, আপনি মনে করেন আমাদের উপর দিন রাতে পাঁচ ওয়াক্ত নামায
বাধ্যতামূলক। রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হ্যাঁ। লোকটি
বলল, সেই সত্তার শপথ, যিনি আপনাকে পাঠিয়েছেন ! আল্লাহ্কি এই প্রসঙ্গে আপনাকে আদেশ
করেছেন ? তিনি বললেনঃ হ্যাঁ। বেদুঈন বলল, আমাদেরকে আপনার প্রতিনিধি বলেছে, আপনি মনে
করেন বছরে এক মাস আমাদের উপর রোযা বাধ্যতামূলক। রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি
ওয়া সাল্লাম) বললেনঃ সে সঠিক বলেছে। লোকটি বলল, সেই সত্তার শপথ, আপনাকে যিনি
পাঠিয়েছেন ! আল্লাহ্তা’আলা কি এই প্রসঙ্গে আপনাকে আদেশ করেছেন ?
রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হ্যাঁ। সে বলল, আমাদেরকে
আপনার প্রতিনিধি বলেছে, আপনি মনে করেন আমাদের ধনদৌলতের উপর যাকাত বাধ্যতামূলক।
রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ সে সত্য বলেছে। বেদুঈন বলল,
সেই সত্তার শপথ, আপনাকে যিনি রাসূল করে পাঠিয়েছেন ! আল্লাহ্তা’আলা কি এই প্রসঙ্গে
আপনাকে আদেশ করেছেন ? রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ
হ্যাঁ। সে বলল, আমদেরকে আপনার প্রতিনিধি বলেছে, আমাদের মধ্যে যে লোক দূরত্ব অতিক্রম
করার (আর্থিক ও দৈহিক) যোগ্যতা রাখে আপনি মনে করেন তার জন্য বাইতুল্লাহ্র হাজ্জ
বাধ্যতামূলক। রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হ্যাঁ। বেদুঈন
বলল, সেই সত্তার শপথ, আপনাকে যিনি রাসূল করে পাঠিয়েছেন ! আল্লাহ্ তা’আলা কি আপনাকে
এই প্রসঙ্গে আদেশ করেছেন ? তিনি বললেনঃ হ্যাঁ। লোকটি বলল, সেই সত্তার শপথ, আপনাকে
যিনি সত্য সহকারে পাঠিয়েছেন ! আমি এগুলোর কোনটিই ছাড়বো না এবং এ গুলোর সীমাও পার
করব না। তারপর সে তাড়াতাড়ি উঠে চলে গেল। রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া
সাল্লাম) বললেনঃ এই বেদুঈন যদি সত্য বলে থাকে তবে সে জান্নাতে যাবে। -সহীহ্,
তাখরীজ ঈমান ইবনু আবী শাইবা (৪/৫), বুখারী, মুসলিম
আবূ ঈসা বলেন, উল্লেখিত সনদে হাদিসটি হাসান
গারীব। এ হাদিসটি অন্যান্য সূত্রেও আনাস (রা) হতে এবং তিনি
রাসূলুল্লহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেছেন। আমি একথা
মুহাম্মাদ ইবনু ইসমাইল বুখারিকে বলতে শুনেছি যে, একদল মুহাদ্দিস বলেন, এ হাদিসের
একটি আইনগত (ফিক্হী) দিক এই যে, উস্তাদের নিকট পাঠ করা এবং তা তার শুনা উস্তাদের
নিকট হতে শুনার মতই গ্রহণযোগ্য। তারা উক্ত হাদিস দলিল হিসাবে উপস্থাপন করে বলেন, এই
বেদুইন রাসূলুল্লাহ্(সাল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর নিকটে (বর্ণনা)
উপস্থাপন করল, আর তিনি তার সত্যতা স্বীকার করলেন।
Jami at-Tirmidhi ::
What Has Been Related About: When You Pay The Zakat
You Have Fulfilled What Is Required Of You
Part 7 :: Hadith 619
Anas narrated:
"We used to hope that an intelligent Bedouin
would show up to question the Prophet while we were with him. So one while we
were with him, a Bedouin came, kneeling in front of the Prophet, and he said: 'O
Muhammad, your messenger came to us and told us that you say that Allah sent
you.' So the Prophet say: 'Yes.' He said, 'So, (swear) by the One who raised the
heaves, and spread out the earth, and erected the mountains; has Allah sent
you?' The Prophet said, 'Yes.' He said: 'Your messenger told us that you say
that there are five prayers required from us in a day and a night.' The Prophet
said, 'Yes.' He said, 'By the One Who sent you, has Allah ordered that you you?'
He said, 'Yes.' He said, 'Your messenger told us that you say that we are
required to fast for a month out of the year.' He said, 'He told the truth.' He
said, 'By the One Who sent you, has Allah ordered that you?' The Prophet said,
'Yes.' He said, 'Your messenger told us that Zakat is required from our wealth.'
The Prophet said, 'He told the truth.' He said, 'By the One Who sent you, has
Allah ordered you that?' The Prophet said, 'Yes.' He said, 'Your messenger told
us that you say that we are required to perform Hajj to Allah's House if able to
undertake the journey.' The Prophet said, 'Yes.' He said, 'By the One Who sent
you, has Allah Commanded you that?' (The Prophet said:) 'Yes.' So he said: 'By
the One Who sent you with the Truth, I will not leave any of them, nor surpass
them.' Then he got up quickly (leaving). The Prophet said: 'If the Bedouin told
the truth, then he will enter Paradise.'" (Sahih)
No comments:
Post a Comment