Wednesday 20 August 2014

পায়ে হেঁটে মাসজিদে যাওয়ার ফাজিলাত এবং প্রতিটি পদক্ষেপের পুরস্কার



সহিহ আত্ তিরমিজি :: পায়ে হেঁটে মাসজিদে যাওয়ার ফাজিলাত এবং প্রতিটি পদক্ষেপের পুরস্কার অনূচ্ছেদ

অধ্যায় ৬ :: হাদিস ৬০৩

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি সুন্দরভাবে অযূ করলো তারপর নামাযের উদ্দেশে রাওয়ানা হল। একমাত্র নামাযই তাকে (ঘর হতে) বের করলো অথবা নামাযই তাকে উঠিয়েছে, এ অবস্থায় তার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তা‘আলা তার একগুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন অথবা একটি করে গুনাহ মাফ করে দিবেন। - সহীহ্। ইবনু মাজাহ- (৭৭৪), বুখারী ও মুসলিম।

আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্।


--------------------------------------------------------------------------------

Jami at-Tirmidhi :: What Has Been Mentioned About The Virtue Of Walking To The Masjid And What Rewards Are Written For Each Step One Takes

Part 6 :: Hadith 603

Abu Hurairah narrated that :

the Prophet said: "When a man performs Wudu and he performs his Wudu well, then he leaves to the Salat, and he did not leave - or he said: He had no urge - except for it, then there is not one step that he takes except that Allah raises him a degree from it, or removes a sin from him for it. " (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...