Tuesday 9 September 2014

জানাযার নামাযের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা জায়েজ আছে কি?




প্রশ্নঃ জানাযার নামাযের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা জায়েজ আছে কি?
উত্তরঃ না, জানাযার নামাযের শেষে অথবা দাফন করার পরে কবরস্থানে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা জায়েজ নয়।
কারণ হচ্ছে, যেকোনো ইবাদত (নামায/রোযা/হজ্জ/যাকাত/দুয়া) করতে হবে যেইভাবে রাসুলুল্লাহ (সাঃ) করতে শিখিয়েছেন ঠিক সেইভাবে।
রাসুলুল্লাহ (সাঃ) মৃত ব্যাক্তির জন্য দুয়া করেছেন জানাযার নামাযের মধ্যে, নামাযের পরে অথবা কবর স্থানে সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে দুয়া তিনি জীবনে কোনোদিন করেন নি, সাহাবাদেরকেও করতে বলেন নি।
তাই এইভাবে সম্মিলিতভাবে দুয়া করার যে সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে তা করা জায়জ নয়, বরং সেটা হচ্ছে বেদাত। আর জেনে শুনে কেউ যদি এই বেদাতে অংশগ্রহণ করে সে গুনাহগার হবে, কারণ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন প্রত্যেক বেদাত জাহান্নামে যাবে।
অতএব জানাযার নামাযের পর এইরকম দুয়া হলে আপনারা এতে শরীক হবেন না, তাতে মানুষজন মাইন্ড করুক আর না করুক। কেউ জিজ্ঞেস করলে বুঝিয়ে বলবেন, ত্যাড়ামি করলে দলীল চাইবেন – কোন হাদীসে রাসুলুল্লাহ (সাঃ) এইরকম করেছেন বা করতে বলেছেন?

বিঃদ্রঃ কেউ যদি মৃত ব্যাক্তির জন্য দুয়া করতে চায়, সে একাকী মনে মনে দুয়া করতে পারবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে।

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...