Monday 8 September 2014

দ্বীনের নামে, ধর্মের নামে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে



একটু চিন্তা করুন ও সতর্ক হন...

অনেককে দেখবেন আন্দাজে কথা বলতে থাকে...
বিশেষ করে অনেকে সরাসরি দাবী করে এই কথাটা হাদীসে আছে...কিতাবে আছে...বা ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে কথাগুলো বলে যে সাধারণ মানুষ মনে করে এইগুলো কুরআন বা হাদীসেরই কথা...

অথচআপনি যদি ইসলাম সম্পর্কে একটু সচেতন হনপড়াশোনা করেনআলেমদের কাছে জিজ্ঞাসা করে বিষয়টার দলীল সম্পর্কে জানতে চানআপনি দেখবেন এরা যা বলে আসলে এর কোনো ভিত্তি নাইনিজের মনগড়া কথাকোনো এক নাম-ঠিকানা বিহীন বুযুর্গ বলেছে যার পক্ষে কোনো দলীল নাই অথচ তারা এটা এমনভাবে বলে এটা দ্বীনের কথা অথচ কুরআন সুন্নাহ এর সম্পূর্ণ এর বিপরীত

এটা এক প্রকার প্রতারণা...
বরংএটা সবচেয়ে বড় প্রতারণা কারণ কাউকে ধোঁকা দিয়ে তার কাছ থেকে ১০টাকে মেরে দিলে সে দুনিয়ার জীবনে একটু ক্ষতিগ্রস্থ হলো কিন্তু কাউকে ইসলামের কথা বলেকুরআন হাদীসের কথা বলে ধোঁকা দিলে তার পরকালকে সে ক্ষতিগ্রস্থ করলো অথচ দুনিয়ার জীবনের তুলনায় আখেরাত হলো যেনো এক ফোটা পানির তুলনায় সমুদ্র...
সুতরাং পরকালের ব্যপারে যদি কাউকে ধোঁকা দেওয়া হয় সেটা অনেক অনেক বড় ক্ষতি

এইজন্য রাসুলুল্লাহ (সাঃআমাদের আগেই সতর্ক করেদিয়েছিলেন...
কেয়ামতের আগে একশ্রেণীর লোক এমন আসবে যারা মানুষকে হাদীসের কথা বলে ধোঁকা দিবেএমন এমন কথা হাদীস বলে মানুষের কাছে প্রচার করবেআসলে যেইগুলো কোনো হাদীস নাহ –এইগুলোকে জাল হাদীস বলা হয়!

রাসুলুল্লাহ (সাঃবলেছেনঃ
শেষ যামানায় কিছু সংখ্যক দাজ্জাল ও মিথ্যুক আসবে যারা এমন হাদীস প্রচার করবে যা তোমরা আগে কোনোদিন শোননি এমনকি তোমাদের বাপ-দাদারাও কোনদিন শুনেনি সুতরাংতোমরা তাদের থেকে সাবধান থাকবে যাতে করে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে
সহীহ মুসলিমমুকাদ্দিমা সহীহ মুসলিম

আপনারা অনেকেই হয়তো জানেন...
ইতিমধ্যেই এমন বেশ কিছু দল ও লোক বেড়িয়েছে যারা মসজিদে মসজিদে এইরকম জাল হাদীস ও মিথ্যা ফযীলতের ধোঁকা দিয়ে উম্মতকে ধোঁকা দিচ্ছে...এইসব মিথ্যা ফযীলতের ধোঁকা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের দলে লোক ঢুকানো...এইভাবে ফযীলতের ধোঁকায় পড়ে অনেক মুসলিম ভাইয়েরা সরল পথ থেকে বিচ্যুত হচ্ছে...আল্লাহু মুস্তাআন!

এই সমস্ত দলের অন্ধভক্ত কিছু মানুষ এতো কট্টর যে - আমাদের পেজে জনৈক লোক এসে দাবী করছে - "হেদায়েতের জন্য জাল হাদীস বলা যাবে"... নাউযুবিল্লাহতারা মনে করে নবী(আঃএর নামে মিথ্যা কথা বলে তারা জান্নাতে যাবে...
*অথচ রাসুলুল্লাহ (সাঃস্পষ্ট করে বলেছেন তাঁর নামে যে মিথ্যা কথা বলবে অর্থাৎ জাল হাদীস প্রচার করবে সে জাহান্নামে যাবে!! এদের বড় হুজুরেরা এদেরকে কি পরিমান ব্রেইন ওয়াশ করেছে যেজাহান্নামে যাওয়ার ধোকাবাজিকে এরা জান্নাতে যাওয়ার আমল মনে করছে

আর এইরকম ধর্মের নামে মিথ্যা শুধু মসজিদেই না টিভিপত্রিকারেডিওফেইসবুকে তথাকথিত ইসলামিক অনেক পেইজ ও ব্যক্তির মাঝে দেখা যাচ্ছে...যাদের কিছু লেখালেখি দেখে সাধারণ মানুষ ইসলামিকই মনে করে কিন্তু আসলে তারা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত...যাইহোক উম্মতের জন্য বেশি ক্ষতিকর এমন অনেক কিছুই নিয়ে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই লেখা হচ্ছেইন শা’ আল্লাহ আগামীতে আরো লেখা হবে...

জাল হাদীস কিকেনো জাল হাদীস করে মানুষ,প্রচলিত কিছু জাল হাদীসের উপরে আমাদের দেশের ডা খন্দকার আব্দুল্লাহ জাহাংগীর এর লেখা হাদীসের নামে জালিয়াতি এই বইটা আপনারা অবশ্যই পড়বেন

ডাউনলোড লিংক - 
http://quran-sunnaah.blogspot.com/2014/08/blog-post_149.html

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...