Wednesday 10 September 2014

সুরা বাক্বারাহ নামের অর্থ কি ও কেনো?




সুরা বাক্বারাহ নামের অর্থ কি  কেনো?

বাক্বারাহ শব্দের অর্থ গাভী (The Cow).

এই সুরাতে একটি গাভী জবাই করার ঘটনা বলা হয়েছে,এই জন্য সাহাবীরা এই সুরার নামকরণ করেছিলেনবাক্বারাহ বা গাভী
উল্লেখ্যঃ অনেক সময় সুরার মাঝে বর্ণিত ঘটনা বাকোনো চরিত্রের নাম অনুযায়ী সুরার নামকরণ করাহতোযাতে করে মনে রাখতে সুবিধা হয়

গাভীর ঘটনাটি এইরকমঃ

মুসা (আঃএর যুগে বনী ঈসরাইলীদের মধ্যে এক লোকছিলো যার কোনো ছেলে-মেয়ে ছিলোনা তার অনেকসম্পদ ছিলো যা উত্তরাধিকার সূত্রে পেতো তার একভ্রাতুষ্পুত্র তার সেই ভাইয়ের ছেলে দ্রুত তার চাচারসম্পত্তি পাওয়ার জন্য একদিন রাতের বেলা তার চাচাকেখুন করে ফেলে খুনের দায় থেকে বাঁচার জন্য সে গ্রামেরঅন্য একটি লোকের বাড়ির সামনে লাশ ফেলে রাখেপরদিন সকাল বেলা সে  লোকের বাড়ির সামনে গিয়েতার চাচাকে হত্যা করার জন্য  লোকের বিরুদ্ধেঅভিযোগ আনে  লোক পাল্টা অভিযোগ আনেআরএভাবে দুই পক্ষের লোকেরা পাল্টাপাল্টি অভিযোগ এনেএকদল আরেকদলের সাথে মারামারি করে খুনাখুনিকরতে উদ্যত হয় তখন তাদের মধ্য থেকে বিচক্ষণ একলোক বললোআমাদের মাঝে আল্লাহর রাসুল মুসা (সাঃ)আছেন তার কাছে বিষয়টা নিয়ে গেলে এই খুনাখুনি বন্ধহবে তখন মুসা (আঃএর কাছে নিয়ে গেলে তিনিতাদেরকে বলেনআল্লাহ্‌ তোমাদেরকে একটা গরু জবাইকরতে বলেছেন মূর্খ ঈসরাইলী জাতির লোকের বললো,আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন?

এর পরে তারা রাজি হয় কিন্তু গরু কেমন হবে সেটানিয়ে বারবার প্রশ্ন করতে থাকে তারা একেকবার প্রশ্নকরে আর আল্লাহ্‌ তাদের জন্য খুজে পাওয়া কষ্ট হয় এমনগরুর বর্ণনা দিতে থাকেন কিন্তু তারা যদি অতিরিক্তপ্রশ্ন না করে প্রথমেই যেকোনো একটা গরু জবাই করতোসেটাই ঠিক হতো কিন্তু তারা আসলে আল্লাহর আদেশমানতে তালবাহানা করছিলো - যেটা বনী ঈসরাইলীজাতির চিরদিনের স্বভাব তাই আল্লাহ্‌ শেষ পর্যন্ত এমনশর্ত জুড়ে দেন যে গরুই খুজে পাওয়া অনেক কঠিন হয়েযায় শেষে তারা অনেক টাকা দিয়ে সেই গরু কিনেতাকে জবাই করে আর গরুর গোশতের একটা অংশদিয়ে মৃত ব্যাক্তিকে আঘাত করলে সেই লোক জীবিতহয়ে উঠে আর তার খুনি কে সেটা বলে দেয় এর পরেইসে আবার মারা যায়
এই ঘটনাটি বর্ণিত হয়েছে মুসনাদে ইবনে আবী হাতেম
মূলঃ তাফসীর ইবনে কাসীর থেকে নেওয়া১ম খন্ড পৃষ্ঠা২৮৫

সুরাটিতে যেই আয়াতগুলোতে এই ঘটনা বর্ণিত হয়েছেঃ

'উযু বিল্লাহিমিনাশ-শাইতানির রাযীম
৬৭যখন মূসা (আঃস্বীয় সম্প্রদায়কে বললেনঃ আল্লাহতোমাদেরকে একটি গরু জবাই করতে বলেছেন তারাবললতুমি কি আমাদের সাথে উপহাস করছমূসা(আঃবললেনমূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমিআল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি
৬৮তারা বললতুমি তোমার পালনকর্তার কাছেআমাদের জন্য প্রার্থনা করযেন সেটির রূপ বর্ণনা করাহয় মূসা (আঃবললেনতিনি বলছেনসেটা হবে একটাগাভীযা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বার্ধক্য যৌবনের মাঝামাঝি বয়সের এখন আদিষ্ট কাজ করেফেল
৬৯তারা বললতোমার পালনকর্তার কাছে আমাদেরজন্য প্রার্থনা কর যেতার রঙ কিরূপ হবেমূসা (আঃ)বললেনতিনি বলেছেন যেগাঢ় হলুদ বর্ণের গাভী যাদর্শকদের চমৎকৃত করবে
৭০তারা বললআপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনিবলে দিন যেসেটা কিরূপকেননাগরু আমাদের কাছেসাদৃশ্যশীল মনে হয় ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যইপথপ্রাপ্ত হব মূসা (আঃবললেনতিনি বলেন যেগাভী জমি চাষ  জল সেচনের কাজে অভ্যস্ত নয় এবংসেটা হবে নিষ্কলঙ্কনিখুঁত
৭১তারা বললএবার সঠিক তথ্য এনেছ অতঃপরতারা সেটা জবাই করলঅথচ জবাই করবে বলে মনেহচ্ছিল না
৭২যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কেএকে অপরকে অভিযুক্ত করেছিলে যা তোমরা গোপনকরছিলেতা প্রকাশ করে দেয়া ছিল আল্লাহর অভিপ্রায়
৭৩অতঃপর আমি বললামঃ গরুর একটি খন্ড দ্বারামৃতকে আঘাত কর এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেনএবং তোমাদেরকে তাঁর নিদর্শণ সমূহ প্রদর্শন করেন-যাতেতোমরা চিন্তা কর

সুরা আল-বাক্বারাহআয়াত ৬৭-৭৩

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...