Friday 5 September 2014

সায়েমের জন্য দু‘টি আন



সহিহ আত্ তিরমিজি ::  রোজা বা সাওম অধ্যায়
অধ্যায় ৮ :: হাদিস ৭৬৬
কুতায়বা (র.)     আবূ হুরায়রা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা:) ইরশাদ করেন, সায়েমের জন্য দু‘টি আনন্দ। একটি আনন্দ হলো যখন সে ইফ্তার করে; আরেকটি হলো যখন সে তার রবের সঙ্গে সাক্ষাত করবে।
ইমাম আবূ ঈসা (র.) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Virtues Of Fasting
Part 8 :: Hadith 766
Abu Hurairah narrated that:

The Messenger of Allah said: "There are two joys for the fasting person: the joy when he breaks his fast, and the joy of when he meets his Lord." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...