Thursday 4 September 2014

বিতর (সালাত) আদায় না করে যেন নিদ্রাগমন না করি



সহিহ আত্ তিরমিজি ::  রোজা বা সাওম অধ্যায়
অধ্যায় ৮ :: হাদিস ৭৬০
কুতায়বা (র.)    আবূ হুরায়রা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) আমাকে তিনটি ওসীয়্যাত করেছেন।
বিতর (সালাত) আদায় না করে যেন নিদ্রাগমন না করি।
প্রতি মাসে যেন তিন দিন সিয়াম পালন করি আর যেন
চাশতের সালাত আদায় করি।

Jami at-Tirmidhi :: What Has Been Related About Fasting Three (Days) Of Every Month
Part 8 :: Hadith 760
Abu Hurairah narrated:

"The Messenger of Allah took a covenant from me for three: To not sleep except after performing Witr, to fast three days of every month, and to perform the Duha prayer." (Hasan)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...