Friday 5 September 2014

দাঊদ (আ:) এর সাওম



সহিহ আত্ তিরমিজি ::  রোজা বা সাওম অধ্যায়
অধ্যায় ৮ :: হাদিস ৭৭০
হান্নাদ (র.)    আব্দুল্লাহ ইবন আমর (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, সর্বোত্তম সাওম হলো আমার ভাই দাঊদ (আ:) এর সাওম। তিনি একদিন সাওম পালন করতেন এবং একদিন তা ছাড়তেন। আর (যুদ্ধে শত্রুর) সম্মুখীন হলে তিনি যেখান থেকে পলায়ন করতেন না।
ইমাম আবূ ঈসা (র.) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুল আববাস ছিলেন মক্কার কবি ও অন্ধ ব্যক্তি। তাঁর নাম হলো সাঈদ ইবন ফাররুখ। কতক আলিম বলেন, সর্বোত্তম সাওম হলো একদিন সাওম পালন করা এবং একদিন তা ছেড়ে দেওয়া। বলা হয় এই ধরণের সিয়াম হলো কঠিন।

Jami at-Tirmidhi :: What Has Been Related About Fasting Consecutive Days
Part 8 :: Hadith 770
Abdullah bin Amr narrated that:

The Messenger of Allah said: "The most virtuous fast is the fast of my brother Dawud. He would fast a day, and not fast (the next) day. He would not flee at the time of engagement (with the enemy)." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...