Wednesday 3 September 2014

নফল রোযা

সহিহ আত্ তিরমিজি :: রোজা বা সাওম অধ্যায়
অধ্যায় ৮ :: হাদিস ৭৩৪
মাহমুদ ইবন গায়লান (র.)   উম্মুল মু‘মিনীন আয়েশা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সাঃ) তো তোমার কাছে আসতেন এবং বলতেনঃ তোমার কাছে (সকালের) খাবার কিছু আছে কি? আমি বলতাম, না। তখন তিনি বলতেন, তাহলে আমি সাওম পালন করছি। আয়েশা (রা:) বলেন, এমনিভাবে তিনি একদিন এলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! আমাদের কাছে কিছু হাদিয়া এসেছে। তিনি বললেন, তা কি? আমি বললাম, হায়স (ঘি, পনির ও খেজুর মিশ্রিত এক প্রকার খাদ্য)। তিনি বললেন, সকাল থেকে তো সিয়মা পালন করছিলাম। আয়েশা (রা:) বলেন, এরপর তিনি তা আহার করলেন।
ইমাম আবূ ঈসা (র.) বলেন, এই হাদিসটি হাসান।

Jami at-Tirmidhi ::  Performing A Voluntary Fast Without Planning It The Night Before
Part 8 :: Hadith 734
Aishah, the Mother of the Believers, narrated:

"The Messenger of Allah came to me saying, 'Do you have anything for breakfast?' I said: 'No.' Then he said: 'I am fasting.'" She said: "One day he came to me and I said: 'O Messenger of Allah; I have received a gift for us.' He said: 'What is it?'" She said: "I said 'Hais' He said: 'I began the day fasting'" She said: "Then he ate." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...