Thursday 17 July 2014

প্রাণীর ছবিওলা পোশাক পড়া যাবে?




সউদী আরবের সর্বোচ্চ উলামা পরিষদকে জিজ্ঞাসা করা হয়েছিলো, কোনো প্রাণী বা মানুষের ছবি আছে এমন কোনো কাপড় পড়ে নামায পড়া যাবে কিনা? আর আল্লাহর নাম লেখা আছে এমন কোনো কাপড় পড়ে টয়লেটে যাওয়া যাবে কিনা?
তারা উত্তরে বলেন, কোনো মানুষ, পাখি, উট, ভেড়া অথবা অন্য যাই হোক না কেনো, কোনো প্রাণীর ছবি আছে এমন কোনো কাপড় পড়ে নামায পড়া নাজায়েজ। এমনকি কোনো মুসলিমের জন্য এই ধরণের কাপড় সে যখন নামায পড়ছেনা, তখনও পড়া তার জন্য জায়েজ হবেনা। প্রাণীর ছবি অংকিত কাপড় পড়ে কেউ যদি নামায পড়ে তাহলে তার নামায হবে, কিন্তু সে যদি শরিয়ার হুকুম জানার পরেও ইচ্ছাকৃতভাবে এই কাজ করে তাহলে সে গুনাহগার হবে।
কাপড়ের উপর আল্লাহর নাম লেখা জায়েজ নয়, আর এই ধরণের কাপড় পড়ে টয়লেটে যাওয়া মাকরুহ কারণ এর দ্বারা আল্লাহ আজ্জা ওয়া যাল এর নামের প্রতি অসম্মান করা হয়।
ফতোয়া আল-লাজনা আল-দাইয়িমাহঃ ৬/১৭৯।
ফতোয়াটা এখানেই সমাপ্ত।
বিঃদ্রঃ শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন বলেন, প্রাণীর ছবিওলা কাপড় পড়া নাজায়েজ এই জন্যযে, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন – “প্রাণীর ছবি আছে এমন ঘরে ফেরেশতারা প্রবেশ করেনা”
বুখারীঃ ৩২২৬, মুসলিমঃ ২১০৬।




No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...