Friday 18 July 2014

হে মুমিনগণ,তোমরা ইহুদী ও খ্রীস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না

বিসমিল্লাহির রাহমানির রাহীম।
হে মুমিনগণ,তোমরা ইহুদী ও খ্রীস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না।তারা একে অপরের বন্ধু।তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে,সে তাদেরই অন্তর্ভুক্ত।আল্লাহ্ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না।(৫১)তোমাদের বন্ধু তো আল্লাহ,তাঁর রসূল এবং মুমিনবৃন্দ-যারা নামায কায়েম করে,জাকাত দেয় এবং বিনম্র।(৫৫)আর যারা আল্লাহ্,তাঁর রসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে,তারাই আল্লাহর দলে এবং তারাই বিজয়ী।(৫৬)
[সূরা আল মায়েদাহ্]
এখানে প্রথম আয়াতে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে,আমরা যেন ইহুদী ও খ্রীস্টানদের সাথে সামঞ্জস্য ও গভীর বন্ধুত্ব না করি।এরপর যদি কেউ এ নির্দেশ অমান্য করে,তাহলে ইসলামের দৃষ্টিতে সে মুসলিম সম্প্রদায়ের বলে গণ্য না হয়ে যে সম্প্রদায়ের বন্ধু গ্রহণ করবে,সে সম্প্রদায়ের লোক বলে গণ্য হওয়ার যোগ্য।
মধ্যবর্তী আয়াতগুলো উল্লেখ না করে শেষ দুটি আয়াত উল্লেখ করলাম এই জন্য যে,যাতে আমরা আমাদের বন্ধুদেরকে চিনতে পারি।
আল্লাহ,তাঁর রসূল ও মুমিনবৃন্দ পারস্পরিক বন্ধু হলেই মুসলিমগণ বিজয় অর্জন করবে।

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...