Saturday 19 July 2014

পবিত্রতা ছাড়া নামায কবুল হয় না

সহিহ আত্ তিরমিজি :: পবিত্রতা ছাড়া নামায কবুল হয় না অনূচ্ছেদ

অধ্যায় ১ :: হাদিস ১
ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ্(সাঃ) বলেনঃ পবিত্রতা ছাড়া নামায ক্ববুল হয় না। আর হারাম উপায়ে প্রাপ্ত মালের সাদকাও ক্ববুল হয় না। হান্নাদ বিগাইরি তুহূর-এর স্থলে ইল্লা বিতুহূর উল্লেখ করেছেন। সহীহ্ ইবনু মাজাহ্(২৭২)
আবু ঈসা বলেন, এই অনুচ্ছেদে এ হাদীসটিই সবচাইতে সহীহ্ এবং উত্তম। এ অনুচ্ছেদে আবুল মালীহ, আবু হুরাইরাহ্ও আনাস (রাঃ) হতেও বর্ণিত হাদীস রয়েছে।
উসামা পুত্র আবুল মালীহর নাম আমির। এও বলা হয় যে, তার নাম যাইদ ইবনু উসামা ইবনু উমাইর আল-হুযালী।

Jami at-Tirmidhi :: What Has Been Related That Salat Is Not Accepted Without Purification
Part 1 :: Hadith 1
Ibn 'Umar narrated that:
the Prophet said: "Salat will not be accepted without purification, nor Charity from Ghulul." (Sahih)


No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...