Wednesday 17 September 2014

বই ডাউনলোড: নিষিদ্ধ কর্মকাণ্ড


বই ডাউনলোড
নিষিদ্ধ কর্মকাণ্ড
বইটির সংক্ষিপ্ত পরিচয়:
  • নাম: কুরআন-হাদীসেরআলোকে নিষিদ্ধ কর্মকাণ্ড
  • লেখক: শাইখ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ
  • সম্পাদনায়: শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী
  • প্রকাশনায়: বাদশাহ খালিদ সেনানিবাস, প্রবাসী ধর্মীয় নির্দেশনা কেন্দ্র, হাফর আল বাতেন, সউদী আরব
  • পৃষ্ঠা সংখ্যা: ১৮০ (২.০৪ মেগাবাইট)
সম্মানিত পাঠক!শরীয়তে এমন কিছু নিষিদ্ধ কাজ রয়েছে যা কুর’আন ও হাদীসে নিষিদ্ধ বলে ঘোষিত হয়েছে ঠিকই; অথচ তা হারাম ও কবীরা গুনাহ্ হওয়ার ব্যাপারটি সুস্পষ্ট নয়। বরং তা হারামও হতে পারে কিংবা মাকরূহ্ বা অপছন্দনীয়। এতদসত্ত্বেও একজন মু’মিনের কর্তব্য হবে সে আল্লাহ্ তা’আলার আযাবের ভয়ে এমন সকল কর্মকাণ্ডও পরিহার করবে যা আল্লাহ্ তা’আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। চাই তা হারাম হোক কিংবা মাকরূহ। সাহাবায়ে কিরাম রাযিয়াল্লাহু আনহুম-এর আমলও এমনটিই ছিলো। তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র মুখে যে কোন নিষিদ্ধ কাজের কথা শুনলেই তা পরিহার করতেন। তাঁরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার এ প্রশ্নটি জিজ্ঞাসা করতেন না যে, উক্ত নিষিদ্ধ কাজটি হারাম নাকি মাকরূহ। উপরন্তু কোন মানুষ মাকরূহ কাজগুলো করতে অভ্যস্ত হয়ে পড়লে তা ধীরে ধীরে তাকে হারাম কাজ ও কবীরা গুনাহ্ করতে উৎসাহী করে তুলবে। শুধু একটি হারাম কাজ নয় বরং অনেকগুলো হারাম কাজ করাই তখন আর তার গায়ে বাধবেনা। এ ছাড়াও মাকরূহ কাজ থেকে বেঁচে থাকা সাওয়াব অর্জনের এক বিশেষ মাধ্যমও বটে। তাই আরো কিছু শরীয়ত নিষিদ্ধ কর্মকাণ্ড জানতে আজই নিম্নোক্ত বইটি সংগ্রহ করুন।

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...