Monday 2 September 2019

উপভোগের উদ্দেশ্যে বহুবিবাহ


·
যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুজাদ্দিদ, ইমাম মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী (রাহিমাহুল্লাহ) কে জিজ্ঞেস করা হয়, “যখনই একজন লোক অধিক টাকাপয়সা পেতে শুরু করে, তখনই সে বহুবিবাহের কথা ভাবে। তার উদ্দেশ্য পরিবার গঠন নয়। তার উদ্দেশ্য উপভোগ।”
শাইখ: ❝এটা ভালো। এটা ভালো। এটা ভালো (শাইখ এবং উপস্থিত লোকেরা হাসছেন)।❞
প্রশ্নকারী: “সে কি (নিষিদ্ধ বা অপছন্দনীয়) কোনো কিছুতে পতিত হয় না (এই কাজ করার মাধ্যমে)?”
শাইখ: ❝তুমি কি বলতে চাচ্ছ যে, সে হারামে পতিত হয়? তার উদ্দেশ্যটি মুবাহ (বৈধ) এবং কখনোই সে নিষিদ্ধ কিছুতে পতিত হয় না। তবে আমরা তাকে আদেশ করছি, এই মুবাহ কাজটির সাথে একটি মুস্তাহাব (পছন্দনীয়) বিষয় যোগ করতে। আমরা তাকে আদেশ করছি মুহাম্মাদ ﷺ এর উম্মতের সংখ্যাবৃদ্ধি ঘটাতে, যাতে সে তার সন্তানদের লালনপালন করার মাধ্যমে তার প্রতিপালক কর্তৃক অধিক পুরস্কৃত হয়।❞
·
তথ্যসূত্র:
·
অনুবাদক: রিফাত রাহমান সিয়াম

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...