Sunday 28 September 2014

ঈদের কথা


রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

Eider Kothaসংক্ষিপ্ত বর্ণনাঃ  আর তো কদিন পরেই ঈদ-উল-আজহা। নিশ্চয়ই প্রস্তুতি শুরু হয়ে গেছে সবার! আচ্ছা প্রতিবছরই তো আমরা এ ঈদ পালন করছি, আনন্দের সাথে গরু-খাসি জবাই করছি। কিন্তু কখনও কী ভেবে দেখেছি কোথা থেকে এলো এ ঈদ-উল-আজহা? একটা উৎসব প্রতি বছর আমরা কত মজা করে পালন করছি,কিন্তু জানি না তার ইতিহাস-কেমন হয়ে গেল না ব্যাপারটা? হয়তো আবছা আবছা শুনেছি একজন নাবি ছিলেন ইবরাহীম(আ:) নামে যার মাধ্যমে কুরবানির সূচনা হয়। কিন্তু কে এই ইবরাহীম (আ:)? কী তাঁর পরিচয়? মুসলিমরা কেনই বা তাকে এত শ্রদ্ধা করে, ভালোবাসে? মূর্তিপূজারীর ঘরে জন্ম নিয়েও কীভাবে তিনি খুঁজে পেলেন সত্য ও আলোকিত পথ? কী ছিল সে শক্তি যার বলে তিনি আগুনে নিক্ষিপ্ত হতেও কুণ্ঠাবোধ করেননি? প্রিয়তম সন্তান ইসমাইলকে (আ:) আল্লাহর পক্ষ থেকে কুরবানির আদেশ আর তারপর আসলে কী ঘটে–এসব বিষয়গুলো সম্পর্কে আমাদের যাদের সম্পূর্ণ জানা নেই তাদের জন্যই The One Message নিয়ে এসেছে “ঈদের কথা” বইটি। আর আপনার পরিবারের সোনামণির জন্য এবারের ঈদের সেরা উপহার হতে পারে “ঈদের কথা” বইটি। তো কী ভাবছেন, পড়ে দেখবেন তো ? নিচে বইটির ১-১০ পৃষ্ঠার স্যাম্পলে ডাউনলোডের জন্য দেয়া হল। পড়ে ভাল লাগলে নিচের লিংক থেকে বইটির হার্ডকপির জন্য অর্ডার করতে পারেন।
বিঃদ্রঃ ONE Message এইটি অলাভজনক দাওয়াহ টিম।  এই বই বিক্রি হতে অর্জিত অর্থ পুনরায় নতুন কোন দাওয়াহ এর কাজে ব্যবহার করা হবে।

Sample Copy Download

Order Your Copy

One Message Facebook Event Page


No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...