Sunday 24 August 2014

বিলম্ব না করে ইফ্তার করা



 সহিহ আত্ তিরমিজি :: বিলম্ব না করে ইফ্তার করা অনূচ্ছেদ
অধ্যায় ৮ :: হাদিস ৬৯৯
সাহ্ল ইবনু সা’দ (রা) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যত দিন পর্যন্ত লোকেরা বিলম্ব না করে ইফ্তার করবে তত দিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে।-সহীহ্, ইরওয়া (৯১৭)
আবূ হুরাইরা, ইবনু আব্বাস, আইশা ও আনাস ইবনু মালিক (রা) হতেও এই অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। আবূ ঈসা এই হাদিসটিকে হাসান সহীহ্বলেছেন। সূর্যাস্তের পরপরই ইফ্তার করাকে রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম –এর বিশেষজ্ঞ সাহাবিগণ ও অপরাপর আলিম মুস্তাহাব বলে মনে করেন। ইমাম শাফিঈ, আহ্মাদ ও ইসহাকের এরকমই অভিমত রয়েছে।

Jami at-Tirmidhi ::  What Has Been Related About Hastening To Break The Fast
Part 8 :: Hadith 699
Sahl bin Sa'd narrated that :

the Messenger of Allah said: "The people will remain upon goodness as long as they hasten to break the fast." (Sahih)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...