Monday 11 April 2016

হাদীস সম্ভার ১ম খন্ড ডাউনলোড


s
সৃষ্টির সেরা মানব মুহাম্মাদ (সাঃ) এর জীবনাদর্শ প্রতিটি মুহূর্তে প্রত্যেক মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তাঁর জীবনাদর্শ জানতে হলে পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহ জানার বিকল্প নেই। বাংলা ভাষাভাষীরা সাধারণত কুতুবুস সিত্তাহ (সহীহুল বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবনে মাজাহ), মিশকাত, রিয়াদুস সালেহীন ও বুলুগুল মারাম হাদীসের কিতাবগুলোর নাম শুনে, জানে ও পড়ে থাকে। এগুলোর বাংলা অনুবাদও আমাদের দেশে সহজলভ্য। এগুলো ছাড়াও বহু হাদীসের কিতাব রয়েছে যেগুলো এখনও অনুবাদ হয়নি এবং বাংলাদেশে এগুলোর মূলকপিও সহজলভ্য নয়। পাঠকদের অনুরোধে এসব হাদীস গ্রন্থের গুরুত্বপূর্ণ হাদীসগুলোকে বিষয় ভিত্তিক সাজিয়ে প্রকাশ হয়েছে “হাদীস সম্ভার ১ম খন্ড”। এটি সংকলন করেছেন শাইখ আবদুল হামীদ ফাইযী আল মাদানী। বইটি প্রকাশ করেছে “ওয়াহীদিয়া ইসলামীয়া লাইব্রেরী, রাজশাহী।
এক নজরে বইটির বৈশিষ্ট্য :
  1. আবদুল হামীদ ফাইযী’র শতাধিক গ্রন্থে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আয়াত-হাদীস উল্লেখ করা হয়েছে।
  2. ইসলামের ইসলামের মৌলিক ৪২টি অধ্যায়ে এবং জরুরী ৫৬৩টি বিষয়ে কিতাবটি সাজানো হয়েছে।
  3. হাদীসের মূল কিতাবসহ প্রায় ৩০টিরও অধিক দুষ্প্রাপ্য অনেক কিতাব হতে সহীহ হাদীস সংকলন করা হয়েছে।
  4. ইমাম-খতিব, বক্তা-আলোচক ও গবেষকদের বিষয়ভিত্তিক আলোচনা ও অনুসন্ধানে ব্যাপক সহায়ক।
  5. অত্র কিতাবে প্রায় ৪০০০ হাদীস ও ৪০০ শত আয়াত সংকলন করা হয়েছে।
  6. প্রতিটি আয়াত-হাদীস নম্বর বা খন্ড, পৃষ্ঠা মাকতাবাতুশ শামেলার নম্বর অনুযায়ী বিন্যস্ত।
  7. অত্র কিতাবে যইফ-জাল হাদীস বর্জন করা হয়েছে।
  8. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনের সকল দিক ও বিভাগ বিষয় ভিত্তিক আকারে সাজানো হয়েছে।
Hadis Somvar Part 1
 এক নজরে বইটি :
বিষয় ভিত্তিক হাদীস সংকলন : হাদীস সম্ভার ১ম খন্ড
প্রায় ৪০০ শত আয়াত ও ৪০০০ হাদীসের সমাহার
রচনায় : আবদুল হামীদ ফাইযী আল মাদানী
প্রকাশনায় : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাজশাহী
পৃষ্ঠা : ৬৩১
সাইজ : ১৩ মেগাবাইট
ডাউনলোড
Mediafire             Google Drive      WordPress Server (For Mobile User)
বইটির হার্ড কপি সংগ্রহ করতে ফোন করুন : 01730-934325 & 01733-027351
collected from waytojannah.com

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...