Tuesday 30 July 2024

পিতা মাতার সাথে সদ্ব্যবহারের ৩৫ টি আদব:

 পিতা মাতার সাথে সদ্ব্যবহারের ৩৫ টি আদব:

১- তাদের কাছে অবস্থানের সময় মোবাইল ফোন বন্ধ রাখা।

২- চুপচাপ তাদের কথা শোনা।

৩- তাদের মত গ্রহণ করা।

৪- তাদের কথবার্তায় আগ্রহী হওয়া।

৫- সরাসরি তাদের দিকে দৃষ্টপাত করা।

৬- সবসময় তাদের প্রসংশা করা এবং তাদের সঙ্গ দেওয়া।

৭- খুশির সংবাদে তাদের অংশী করা।

৮- মন্দ সংবাদ তাদের না বলা।

৯- তাদের বন্ধু বান্ধব এবং তারা যাদের ভালো বাসে, তাদের প্রসংশা করা।

১০- তাদের অবদানগুলিকে সবসময় স্মরণ করা।

১১- তাদের সাথে কথাবার্তায় আগ্রহ প্রকাশ করা; যদিও তারা সেটা বার বার বলে।

১২- অতীতের বেদনাদায়ক মুহূর্ত বর্ণনা না করা।

১৩- অপ্রাসঙ্গিক কথা বার্তা না বলা।

১৪- সম্মানের সহিত তাদের নিকট অবস্থান করা।

১৫- তাদের মতামত ও চিন্তাধারাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। 

১৬- তাদের কথা বার্তার সময় তাদের প্রত্যাখ্যান না করা। এ ভাবে যে তারা বলতেই থাকলো আর তুমি অন্য দিকে ব্যস্ত থাকলে।

১৭- তাদের বয়সের খেয়াল রাখা এবং নাতি নাতনী ইত্যাদির মাধ্যমে তাদের কষ্ট না দেওয়া।

১৮- তাদের সামনে নাতি পুতিদের মারধর না করা।

১৯- তাদের সবরকমের সুপরামর্শ গ্রহণ করা।

২০- তাদের উপস্থিতিতে নিজে দায়িত্ব পালন করা।

২১- তাদের উপর কন্ঠস্বর উঁচু না করা।

২২- তাদের সামনে ও তাদের দিকে না চলা।

২৩- তাদের পূর্বে না খাওয়া।

২৪- তাদের দিকে চোখ রাঙিয়ে না দেখা।

২৫- তাদের নিয়ে সবসময় গর্ব করে।

২৬- তাদের দিকে পা করে না বসা এবং বসার সময় তাদের দিকে পিঠ না করা।

২৭- তাদের গলির পাত্র না করা। (সন্তানের কারণে যেন তারা গালি না খায়)

২৮- সবসময় তাদের জন্য দুআ করা।

২৯- তাদের নিকট ক্লান্তিবোধ ও অনিহা প্রকাশ না করা।

৩০- তাদের ভুলের কারণে হাসাহাসি না করা।

৩১- তাদের কোনো কিছু হুকুম করার পূর্বে তাদের সেবা করা।

৩২- সবসময় তাদের যিয়ারত করা এবং তাদের উপর রাগ না করা।

৩৩- তাদের সাথে কথাবার্তার সময় শালীন শব্দ চয়ন করা। 

৩৪- তাদের নিকট যা সবচেয়ে পছন্দনীয় নাম তা দ্বারা তাদের ডাকা। 

৩৫- সব কিছুর উপর এবং সব লোকের উপর তাদের প্রাধান্য দেওয়া।

🌸তাঁরা পৃথিবীর উপরে তোমার গুপ্তধন। হতে পারে অচিরেই তাঁরা মাটির নিচে চলে যাবেন।

👆🏼 হোয়াটস অ্যাপ এর ইতিহাসে আমার নিকট এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উত্তম মেসেজ।

⭐এর প্রত্যেকটি পয়েন্ট অপরটির থেকে গুরুত্বপূর্ণ,

তাই আমি বুঝে বুঝে তা অনুধাবন করার পরামর্শ দিচ্ছি এবং নিজ পিতামাতার সাথে আমাদের ব্যবহার ও উঠা বসার হিসাব নিকাশ করার আবেদন জানাচ্ছি।

🌹 পিতামাতার সাথে সদ্ব্যবহার স্বরূপ সব চেয়ে ছোট দায়িত্ব হিসাবে মেসেজটির প্রচার প্রসার কামনা করছি।

🍥 নিজ সন্তানদের নিকট পাঠিয়ে দিন। (হতে পারে কেউ শিক্ষা গ্রহণ করবে)

✍️অনুবাদে, আব্দুর রাকীব বুখারী মাদানী। (বেনামী আরবী মেসেজ হতে গৃহীত)

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...