Sunday 31 July 2016

ওসামা বিন লাদেন এবং আল-কায়েদাহর ‘ধ্বংসাত্মক মানহাজের’ ব্যপারে আলেমদের ফতোয়া



.
১. “ওসামা বিন লাদেন মুসলিমদের মাঝে অনেক বড় ফিতনা সৃষ্টিকারী একজন ব্যক্তি, তার বিরুদ্ধে মুসলিমদেরকে সতর্ক করা ওয়াজিব।”
- শায়খ সালেহ আল-ফাওজান হাফিজাহুল্লাহ, সৌদি আরব তথা বর্তমান বিশ্বের একজন শীর্ষস্থানীয় আলেমে দ্বীন ও মুফতি।
.
২. “ওসামা বিন লাদেন এবং তার মতো যারা এমন (মুসলিম দেশে বোমা হামলা করার মতো) দাওয়াত দিচ্ছে (বক্তব্য, লেখনী কিংবা বই-পুস্তক এর মাধ্যমে), তাদের চিন্তা-ভাবনা নষ্ট ও বাতিল। এইগুলো (এ ধরণের লেখা ও বক্তব্যের রেকর্ডিংগুলো) ধ্বংস করে ফেলতে হবে। (ওসামা বিন লাদেন এবং তার সাথে যারা ছিলো) তাদেরকে উপদেশ দেওয়া ওয়াজিব, তাদেরকে সাহায্য করা জায়েজ নয়। আমি তাদেরকে উপদেশ দিচ্ছি, তারা যেন এমন ধ্বংসাত্মক রাস্তা থেকে ফিরে আসে এবং যেই অপকর্ম তারা করেছে, সে ব্যপারে আল্লাহকে ভয় করে।”
- ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিগত গ্র্যান্ড মুফতি।
.
৩. “ওসামা বিন লাদেন এবং তার মতো লোকেরা (আল-কায়েদাহ) পথভ্রষ্ট।”
- শায়খ আব্দুল আজিজ আলে-শায়খ হাফিজাহুল্লাহ, সৌদি আরবের বর্তমান গ্র্যান্ড মুফতি।
.
৪. “ওসামা বিন লাদেন একজন শয়তান, খবিস; ওসামা বিন লাদেন একজন শয়তান, খবিস ও খারেজী। ওসামা বিন লাদেনকে প্রশংসা করা জায়েজ নয়, যে ব্যক্তি তার প্রশংসা করে সেও তার মতই। তাদেরকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিৎ।”
শায়খ আহমাদ বিন ইয়াহইয়া আন-নাজমী রাহিমাহুল্লাহ, সৌদি আরবের শীর্ষস্থানীয় একজন আলেম।
.
৫. “শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা, মুসলমানদেরকে কাফের ফতোয়া দেওয়া, মুসলমানদের রক্ত হালাল ঘোষণা করা, মুসলমান দেশগুলোতে বোমা মেরে মানুষ হত্যা করা. . .এমন চিন্তা-ভাবনা যে রাখে (ওসামা বিন লাদেন ও অন্যান্যরা), নিঃসন্দেহে সে ব্যক্তি একজন খারেজী।”
- শায়খ সালেহ আল-ফাওজান হাফিজাহুল্লাহ।
.
৬. “ওসামা বিন লাদেন জমীনে ফিতনা ও ফাসাদ সৃষ্টিকারী। সে মানুষকে যে দাওয়াত দেয়, তার প্রকৃত বাস্তবতা হচ্ছে সে একজন জাহেল (মূর্খ) কিন্তু নিজেকে আলেম (জ্ঞানী) মনে করে। আমি জানিনা পূর্ব নাকি পশ্চিম, তার পেছনে আসলে কারা কাজ করছে, তবে ওসামার পেছনে যারা কলকাঠি নাড়ে, তাদের উদ্দেশ্য হচ্ছে এই দেশ (সৌদি আরাবিয়া) ও অন্যান্য মুসলিম দেশগুলোকে ধ্বংস করা। ওসামা বিন লাদেনকে একজন ‘দ্বাইয়ী’ বলা মারাত্মক ভুল, বরং সে হচ্ছে একজন ‘মুফসিদুন’ (জমীনে ফাসাদ সৃষ্টিকারী)।”
- শায়খ সালেহ আল-লুহাইধান হাফিজাহুল্লাহ, সৌদি আরবের শীর্ষস্থানীয় একজন আলেম।
.
৭. “ওসামা বিন লাদেন বিশৃখলা সৃষ্টি করতে চায়, আমরা সবার প্রথম তাকে রদ্দ (প্রত্যাখ্যান) করে বক্তব্য দিয়েছি। ওহ আল্লাহ্‌ তুমি ওসামার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো।”
- শায়খ মুক্ববিল বিন হাদী আল-ওয়াদী রাহিমাহুল্লাহ, ইয়েমেনের শীর্ষস্থানীয় একজন আলেম।
.
৮. "তারা (আল-কায়েদাহ) মুজাহিদ, তবে শয়তানের রাস্তায়। নায়া'ম।"
- শায়খ আব্দুল মুহসিন আল-আব্বাদ হা'ফিজাহুল্লাহ, মদীনাতুল মুনাওয়ারার অত্যন্ত প্রবীণ আলেমে-দ্বীন এবং স্বনামধন্য মুহাদ্দিস।

Courtesy Brother Shahab Babu

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...