Friday 30 January 2015

পুরুষদের জন্য জামাতে নামায পড়া ওয়াজিবঃ



অনেক ভাই মনে করি কিপুরুষদের জন্য জামাতে নামায পড়া ওয়াজিবনয় সুন্নত!

তাই তারা জামাতের প্রতি উদাসীনইচ্ছা হলে পড়েননা হলে অনেক দেরীকরে ওয়াক্তের শেষের দিকে পড়েন। অনেক সুযোগ থাকা সত্বেও জামাতেশরীক হন না। অথবা সবসময় চেষ্টা করেন না জামাত ধরার জন্য

এইগুলো মারাত্বক ভুল!

প্লিজ আপনারা এমন করবেন নাআর হক্ক কথা হচ্ছে পুরুষদের জন্যজামাতে নামায পড়া ওয়াজিবযদিনা শরীয়তসম্মত কোনো ওযর থাকে(অসুস্থতাসফর ইত্যাদি)
নিচের হাদীসটা দেখুনএকজন অন্ধ সাহাবীকেও রাসুলুল্লাহ (সাঃজামাতত্যাগ করার অনুমতি দেন নাইআর আপনি সুস্থ স্বাভাবিক একজন মানুষআপনার কি অনুমতি আছেজামাত ছাড়ার?


আবু হুরাইরা (রাথেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক অন্ধ ব্যক্তি নবীকরীম (সাঃ) - এর নিকট এসে বললঃ ইয়া রাসূলুল্লাহআমার এমন কোনব্যক্তি নেইযে আমাকে মসজিদে আনতে পারে। কাজেই রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে অনুমতি চাইলেন যাতে তিনি মসজিদে না এসে ঘরেই নামাযপড়তে পারেন। তিনি তাকে অনুমতি দিলেন। তারপর যখন লোকটি চলেযাচ্ছিলতখন তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলেনঃ তুমি কি নামাযেরআযান শুনতে পাওসে বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ তাহলে তুমি আযানেরআওয়াজে সাড়া দাও। অর্থাৎজামাআতে শরীক হবে
মুসলিমরিয়াযুস স্বা-লিহীন ১০৬৬

আবদুল্লাহ হচ্ছে আমর ইবনে কাইস মুয়াযযিনইবন উম্মে মাকতুম (রা)নামে পরিচিত। তিনি বলেনঃ ইয়া রাসূলুল্লাহমদীনায় বিষাক্ত প্রাণী হিংস্র পশুর যথেষ্ট উৎপাত দেখা যায়একথা শুনে রাসূলুল্লাহ (সা)বললেনঃ তুমি যদি “হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস ফালাহ”, (নামাযে চলে এসকল্যাণের দিকে এস!) শুনতে পাও তাহলে নামাযেরজন্য চলে এস
আবু দাঊদরিয়াযুস স্বা-লিহীন ১০৬৭

অন্য সহীহ হাদীসে এসেছে রাসুলুল্লাহ (সাঃসেই সমস্ত পুরুষ যারা জামাতেশরীক হয়না তাদের ঘর পুড়িয়ে দেওয়ার ইচ্ছা করেছেন। শুধুমাত্র নারী শিশুদের কথা চিন্তা করে এইকাজ থেকে বিরত থেকেছেনসুবহানাল্লাহ!
আবু হুরাইরা (রাথেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাবলেছেনঃ আমার প্রাণযাঁর হাতে তাঁর কসম করে বলছিঅবশ্যি আমি সংকল্প করেছিআমিকাঠ সংগ্রহ করার নির্দেশ দেবতারপর আমি নামাযের আযান দেয়ারজন্য হুকুম দেবতারপর আযান দেবে। তারপর আমি এক ব্যক্তিকে হুকুমকরব সে লোকদের নামায পড়াবে। এরপর আমি সে লোকদের দিকে যাব,যারা নামাযের জামাআতে হাযির হয়নি এবং তাদের বাড়ি ঘরসমূহজ্বালিয়ে দেব
বুখারী  মুসলিমরিয়াযুস স্বা-লিহীন ১০৬৮

এর পরেও কার মনে প্রশ্ন আছে যেঃ পুরুষদের জন্য জামাতে শরীক হওয়াওয়াজিব নয়দলীল দেখান নয়তো মেনে নিন   ওয়াক্ত নামাযেজামাতের পাবন্দী হন

আল্লাহ আমাদের সকলকে তোওফিক দান করুনআমিন 
collected from ansarus-sunnah

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...