Wednesday 17 December 2014

জ্ঞানের কথা জ্ঞানীর কথা-১০


♦ রাগ হল এমন একটি বাতাস যা বিবেকের প্রদীপ নিভিয়ে দেয়।
♦ গোপন বিষয় দু জনকে অতিক্রম করলে ছড়িয়ে পড়ে।
♦ স্ত্রীকে যদি আপনি কেবল তার গুনাগুণ দেখে ভালবাসেন তবে তা প্রকৃত ভালবাসা নয়। প্রকৃত ভালবাসা তখনই হবে যখন আপনি তার মধ্যে দোষ দেখেও তাকে ভালবাসবেন।
♦ আমাদের জীবনের অধিকাংশ সমস্যা হয় দুটি কারণে:
  • এক. আমরা অনেক সময় চিন্তা না করেই কাজ করি।
  • দুই. আবার অনেক সময় কাজ না করে শুধু চিন্তা করি।
♦ জনৈক মনিষী বলেন: “সাফল্যের মূল রহস্য কি তা জানি না। কিন্তু ব্যর্থতার মূল রহস্য হল, সবাইকে খুশি করা চেষ্টা করা।”
♦ চারটি জিনিস মর্যাদা বৃদ্ধি করে:
১) ধৈর্য ও সহনশীলতা
২) বিনয়
৩) উদারতা

৪) সুন্দর ব্যবহার
♦ চারটি জিনিস মহত্বের পরিচায়ক:
১) মানুষের উপকার করা (অর্থ, শ্রম, বুদ্ধি ও পরামর্শ দেয়ার মাধ্যমে)
২) মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা
৩) কারো ভালো কাজের পুরষ্কার যথাসম্ভব দ্রুত দেয়া
৪) কাউকে শাস্তি দেয়ার প্রয়োজন হলে তাড়াহুড়া না করা
♦ চারটি কাজ নিচু স্বভাবের পরিচায়ক:
১) গোপন কথা ফাঁস করে দেয়া
২) বিশ্বাসঘাতকতা করা
৩) অসাক্ষাতে অন্যের দোষ সমালোচনা করা
৪) প্রতিবেশী বা সঙ্গীর সাথে খারাপ আচরণ করা
♦ জ্ঞানীরা চারটি জিনিস থেকে দূরে থাকে:
১) যে কোন কাজে তাড়াহুড়া করা
২) সিদ্ধান্ত হীনতায় ভোগা
৩) আত্মম্ভরিতা দেখানো
৪) গুরুত্বপূর্ণ কাজে অবহেলা করা
আরবী থেকে অনুবাদ: আব্দুল্লাহিল হাদী

No comments:

Post a Comment

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...