মুসলমানদের কাছে অত্যাধুনিক অস্ত্র নাই, টেকনোলজির অভাব, উমার ইবনে খাত্তাব রাঃ এর মতো খলিফা নাই, খালিদ বিন ওয়ালিদ রাঃ এর মতো সেনাপতি নাই - এর কোনটাই মুসলমানদের পরাজয়ের কারণ নয়।
বরং, মুসলমানদের মাঝে ঈমান তাক্বওয়ার অভাব, মুসলমানদের মাঝে শিরক বেদাতের অনুপ্রবেশ, ক্বুরান সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া, মুসলমানদের পাপাচারের সমুদ্রে ডুবে থাকাই মুসলমানদের পরাজয়ের কারণ।
শায়খ মতিউর রহমান মাদানী হা'ফিজাহুল্লাহ তার এক বক্তব্যে বলেছিলেনঃ সিগারেট বেশি খাওয়া শীর্ষস্থানীয় ১০টি দেশের মাঝে ৪টিই হচ্ছে আরব দেশ।
শায়খ উসাইমিনের কথাটা লক্ষ্য করুনঃ
“উহুদ যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়েছিলো শুধুমাত্র একটা পাপের কারনে, আর আমরা এখন বিজয় আশা করি যদিও আমাদের পাপ অনেক বেশি।”
- শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমিন রহঃ।
- শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমিন রহঃ।
Hiç yorum yok:
Yorum Gönder