29 Temmuz 2014 Salı

দ্বিতীয় বার সহবাস করতে চাইলে ওযূ করে নেবে

সহিহ আত্ তিরমিজি :: দ্বিতীয় বার সহবাস করতে চাইলে ওযূ করে নেবে অনূচ্ছেদ
অধ্যায় ১ :: হাদিস ১৪১
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাললাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে ওযূ করে নেয়। -সহীহ্। ইবনু মাজাহ- (৫৮৭), মুসলিম।
       এ অনুচ্ছেদে ‘উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেন, আবূ সা‘ঈদ (রাঃ)- এর হাদীসটি হাসান সহীহ। ‘উমার (রাঃ)-ও দ্বিতীয় সহবাসের পূর্বে ওযূ করার কথা বলেছেন। বিদ্বানগণ বলেন, কোন ব্যক্তি নিজের স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চাইলে সে যেন দ্বিতীয়বার সহবাস করার আগে ওযূ করে নেয়। আবূ মোতাওয়াক্কিল এর নাম ‘আলী ইবনু দাউদ। আবূ সা‘ঈদ খুদরী (রাঃ)- এর নাম সা‘দ ইবনু মালিক ইবনু সিনান।

Jami at-Tirmidhi :: What Has Been Related [About The Junub Person] When He Wants To Repeat (Sexual Relations) He Should Perform Wudu
Part 1 :: Hadith 141
Abu Sa'eed Al-Khudri narrated that :

the Prophet said: When one of you comes to his wife, then he wants to repeat (it), let him perform Wudu between them." (Sahih)

Hiç yorum yok:

Yorum Gönder

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...