রাসুলুল্লাহ (সাঃ) চুল সাদা হয়ে গেলে তা কালার করতে বলেছেন, কিন্তু কালো রং করতে নিষেধ করেছেন। তিনি বলেন, “সাদা চুল এর রঙ পরিবর্তন করো, কিন্তু কালো রঙ ছাড়া”। (সহীহ মুসলিম ৫৪৭৬)।
যারা কালো রঙ করবে তাদের ব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি (সাঃ) বলেছেনঃ
“কেয়ামতের আগে কিছু মানুষ আসবে যারা চুলে কবুতরের বুকের মতো কালো রঙ করবে, তারা জান্নাতে যাওয়াতো দূরের কথা এর ঘ্রাণ পর্যন্ত পাবেনা।
আবু দাউদ ৪২১২, নাসায়ী ৮/১৩৮।
বিঃদ্রঃ নারীরা সৌন্দর্যের জন্য চুলে অন্য যে কোনো কালার করতে পারবে। তবে, তা এমনভাবে করবেনা যাতে করে কাফের নারী বা নায়ক নায়িকাদের সাদৃশ্য বহন করে। আর পর পুরুষদের দেখানোর জন্যও করবেনা।
আল্লাহ আমাদের ও আমাদের নারীদের সম্মান রক্ষা করুন
Hiç yorum yok:
Yorum Gönder